সর্বশেষ সংবাদ :

নগরীতে কবিকুঞ্জের শোক দিবসের পঙক্তিমালা

স্টাফ রিপোর্টার: নগরীতে জাতীয় শোক দিবস স্মরণে “শোক দিবসের পঙক্তিমালা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরেন্দ্র কলেজে কবিকুঞ্জ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি রুহুল আমিন প্রামানিক।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি আরিফুল কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি বীথি মজিদা, কবি আলমগীর মালেক, কবি কামারুজ্জামান গোপন, কবি ওলিউল আলম, সিরাজুদ্দৌলাহ বাহার, কবি ওয়ালি উল ইসলাম, কবি শামীমা ডেইজী লিপি, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি শাহনাওয়াজ প্রামানিক সুমন, কবি এস এম তিতুমীর, মাহবুব দুলাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি রুহুল আমিন প্রামাণিক বলেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে পরাজিত জাতীয় আন্তর্জাতিক অপশক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু জানেনা যে, স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের মৃত্যু হয় না। তিনি অবিনস্বর। এমনকি মৃত মুজিব জীবিত মুজিববের চেয়ে কোন অংশে কম শক্তিশালী নন।


প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২ | সময়: ৫:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর