পুঠিয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে একজন আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল চুরির অভিযোগে আতিকুল ইসলাম আতিক (৩০) নামের একজনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তিনি স্থানীয় একটি কলেজের পিয়ন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে তিনি তার চাকরিস্থলে আসলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, সম্প্রতি আতিকের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগে পুঠিয়া থানায় মামলা হয়। এরপর তিনি পলাতক থাকেন। এমনকি কলেজেও অনুপস্থিত থাকেন। বৃহস্পতিবার তিনি কলেজে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেন। আতিক পুঠিয়ার সৈয়দপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ট্রাক হেলপার অপহরণ মামলায় আতিক জামিনে রয়েছেন। এরপর কিছুদিন আগে তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়। গত ছয় মাসে পুঠিয়া সদর এলাকা থেকে ৫/৬ টি মোটরসাইকেল চুরি হয়েছে। এসবের খোঁজ পেতে জিঙ্গাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হবে।


প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২ | সময়: ১০:০৮ অপরাহ্ণ | Daily Sunshine