শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজার হতে একের পর এক মটরসাইকেল চুরির ঘটনা ঘটেই চলছে। এখানে আগস্ট মাসেই অতন্ত ৫টি মটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ, চোর সিন্ডিকেট এখনও সনাক্ত করতে পারেনি। সম্প্রতি আগস্ট মাসের ২৫ তারিখে সর্বশেষ মটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর রেশ কাটটে না কাটটেই ১২ দিনের ব্যবধানে ফের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুন্ডুমালা সরকারি হাইস্কুল মাঠে দুপুর আড়াইটার সময় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিনের জানাযা নামাজের সময় মুসল্লিরা যখন নামাজ আদায় শুরু করেন। এহেন সময় পালসার-১৫০ সিসির রাজ: ল-১২-৭৮৩৪ নম্বরের মটরসাইকেলটি নিয়ে সটকে পড়ে চোর সিন্ডিকেটের সদস্যরা।
জানাযা শেষে মটরসাইকেলের মালিক রুবেল তার মটরসাইকেটি না পেয়ে বৃহস্পতিবার বিকালে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। রুবেল জানান, তার মটরসাইকেলটি রেখে জানাযার নামাজে দাঁড়াইছেন মাত্র এক থেকে দুই মিনিটের নামাজ শেষ হয়েছে। এ টুকু সময়ের ব্যবধানের তার মটরসাইকেটি চুরি হয়ে যাই।
জানাযাই শরিক হওয়া একাধিক ব্যক্তি জানান, জানাযার প্রথম তোকবিরের সময় বিকট শব্দে মটরসাইকেটি চালিয়ে যায় চোরের দল। কিন্তু লাইনে দাড়ানো অবস্থায় কেউ পিছনে তাকাতে পারেনি। জানাযা নামাজ শেষে দেখেন রুবেল নামের ওই ব্যক্তির মটরসাইকেল চুরি হয়ে গেছে।
মুন্ডুমালা বাজার হতে একের পর এক মোটসাইকেল চুরি ঘটনায় মটরবাইক মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার ও চোর সিন্ডিকেট সনাক্ত না হওয়া পুলিশের ভুমিকা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরেই শুধু মুন্ডুমালা বাজার হতে কম পক্ষে ২০টির বেশি মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এব্যাপারে তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর (আইসি) মনিরুল ইসলাম বলেন, রুবেল নামের একব্যক্তি বৃহস্পতিবার বিকেলে তার মটরসাইলেক চুরির একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় মটসাইকেল চুরির ম্যাসেজ দিয়েছি।
আইসি মনিরুল ইসলাম আরও বলেন, চোর সিন্ডিকেটের এক সদস্যকে আজ মুন্ডুমালা বাজারে একাধিক ব্যক্তি দেখেছেন বলে আমাদের কাছে খবর আছে। তাকে অনেকে চিনতে পারবে বলেও জানান। তাই আমরা চেষ্টা করছি অল্প সময়ে চোর সিন্ডিকেটের সদস্য ধরা পড়বে বলে জানান তিনি।
সানশাইন/সোহরাব