“সময়কে গুরুত্ব দিয়ে বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে”: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টারঃ

বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ  বলেছেন, ‘সময়কে গুরুত্ব দিয়ে বই পড়ার প্রতিমনোযোগী হতেহবে। সময় মত বই না পড়লে বেশি বয়সেএসে বই পড়লে লাভ হবে না। সময় গেলে আর সাধন হবে না।’

মঙ্গলবার (০২ আগস্ট) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে মিলনায়তনে বিকাশ এর সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণের ‘আলোকিত মানুষ বিকশিত বাংলাদেশ দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ সব কথা বলেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, তোমাদের লক্ষ্য থাকতে হবে বই পড়ার,আর বই পড়ার প্রতি মনোযোগ দিতে হবে। বর্তমানে যুবকরা আইসিটি বিভাগে সফলতা অর্জন করতে পেরেছে। প্রধানমন্ত্রী ২০০৯ সালে বলে ছিলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসাবে গড়ে তুলবো। বর্তমান প্রধানমন্ত্রী তাই করেছেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষঅতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আলমামুন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মঈনুলই সলাম, বিকাশলি: চীফএক্সটার্নাল এন্ড কর্পোরেটঅ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুলইসলাম এনডিসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

আলোচনাসভা শেষে রাজশাহী নগরীর প্রমথ নাথ (পিএন) সরকারিবালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও হিকমাহ মুসলিম এ্যাকাডেমীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: আগস্ট ২, ২০২২ | সময়: ৮:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine