আরএমপি কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে রাসিক মেয়রের সভা

স্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫,২৬ ও ২৭ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে আবাসন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলোচনা করা হয়।
সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক কল্যান চৌধুরী, আরএমপির অতিরিক্তি পুলিশ কমিশনার (এডমিন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, কবি আরিফুল হক কুমার, এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু ও আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদ, আইন সম্পাদক মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাইদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) সামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, রাসিকের ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর