সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠির মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে দলিত জনগোষ্ঠির ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্টিত হয়।

 

 

 

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির উপদেষ্টা শরিফুল ইসলাম, সংগঠনের সভাপতি ব্রম্ভানাথ ঠাকুর, সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, সদস্য রিপন কুমার রবিদাস।

 

 

 

 

সমাবেশে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদের উত্থাপিত বৈষম্য বিরোধী বিল অবিলম্বে পাস করাসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার দলিত জনগোষ্ঠির নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৬:০০ অপরাহ্ণ | Daily Sunshine