আবারও ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলো ইস্পাহানি

সানশাইন ডেস্ক : ইস্পাহানি গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ‘ইস্পাহানি ফুড্স লিমিটেড’ ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছে। মাঝারি শিল্প (খাদ্য) ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে ইস্পাহানি ফুডস লিমিটেড। ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাবা জাহিদা ইস্পাহানি মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি -এর হাত থেকে গ্রহণ করেন।
অব্যাহত উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি হিসেবে ইস্পাহানি ফুডস লিমিটেড শিল্প মন্ত্রণালয় প্রদত্ত এ পুরস্কারের মাঝারি ক্যাটাগরি (ফুডস) -এ প্রথম স্থান অর্জন করে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় ৩৯ টি শিল্পপ্রতিষ্ঠানকে জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার ২০২১ প্রদান করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ ১৭ জুন শনিবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) । মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব জাকিয়া সুলতানা।
এ অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জনাবা জাহিদা ইস্পাহানি, ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার জনাব ওমর হান্নান, ‘ইস্পাহানি ফুড্স লিমিটেড’-এর জিএম, ওভারল ইনচার্জ, ফ্যাক্টরি, আইএফএল জনাব প্রবীন চাকমা; জিএম, ফ্যাক্টরি, আইএফএল জনাব মোক্তার হোসেন; হেড অব বিস্কুট প্রোডাকশন ফ্যাক্টরি, আইএফএল জনাব সঞ্জীব সেন রয়সহ ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বেও ইস্পাহানি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেড ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি ও কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ এর বৃহৎ শিল্প ক্যাটাগরি (ফুডস) এর প্রথম স্থান অর্জন করে এবং পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস’ ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করে । এরই ধারাবাহিকতায় ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠান ‘ইস্পাহানি ফুড্স লিমিটেড এবার জিতে নিলো আরো একটি ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড যা এ প্রথিতশা এ গ্রুপের সকল প্রতিষ্ঠানেরই মান ব্যবস্থাপনার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি প্রতিফলন। ইস্পাহানি গ্রুপ আনন্দঘন এ মুহূর্তে শিল্প মন্ত্রণালয় এবং ইস্পাহানি ফ্ড্সু লিমিটেড-এর সকল ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।
উল্লেখ্য, ইস্পাহানি গ্রুপের-এর ইস্পাহানি ফুড্স লিমিটেড হল খাদ্য শিল্পের একটি স্বনামধন্য কোম্পানি, যা দেশব্যাপী ভোক্তাদের উচ্চ মানের পণ্য সরবরাহ করতে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য নিবেদিত। এছাড়াও ইস্পাহানি ফুডস লিমিটেড দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে । ইস্পাহানি ফুড্স লিমিটেড একটি সমৃদ্ধ ঐতিহ্য এবং শ্রেষ্ঠত্বের প্রতি অটল প্রতিশ্রুতিসহ শিল্পের উৎপাদনশীলত এবং পণ্যের গুণমানের জন্য নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। ইস্পাহানি ফুডস লিমিটেড এবং এর পণ্য সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন
ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদা ইস্পাহানি, মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি -এর হাত থেকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ গ্রহণ করেন।


প্রকাশিত: জুন ১৮, ২০২৩ | সময়: ৪:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ