সড়ক পাশের অবধৈ স্থাপনা উচ্ছেদে অভিযান সওজের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সড়ক মহাসড়কের ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
রবিবার সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় রাস্তার ধারে সওজের জমিতে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা, চা দোকান, বাস কাউন্টারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযান মনিটরিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদী খান।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক জানান, বিশ্বরোড মোড় থেকে টোল প্লাজা পর্যন্ত রাস্তার দুই পাশ প্রশস্ত করা হয়েছে। কিন্তু কিছু মানুষ রাস্তার উপর ছোটখাটো অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছেন। এতে জনসাধারণের হাঁটাচলা বিঘ্নিত হচ্ছে। রাস্তায় যানজট হচ্ছে। এ অবস্থায় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা ওইসব স্থাপনা সরিয়ে ফেলা হচ্ছে।
জনস্বার্থে জেলাব্যাপী মহাসড়কে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৭:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ