বাগমারায় সরকারী প্রাথমিক শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলন মেলা ও আলোচনা সভা শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবর আলী।
মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওয়াজেদ আলী ও আয়ুব আলীর পরিচালনাই অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সামাউন সরকার।
বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও বান্দাইখাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার। অনুষ্ঠিত মিলন মেলায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাহাবুবুল আলম, বাবুল হোসেন, জোসনা বেগম, আঞ্জুমান আরা, আব্দুল মোহাইমিম, আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অংশ গ্রহণ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর