বাগমারায় নিম্নমানের ইট দিয়ে সড়ক পাকা করার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় যোগীপাড়া ইউনিয়নে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুরু থেকেই ঠিকাদারের লোকজন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসছেন।
স্থানীয় কয়েকজন যুবক ও কৃষকরা জানান, প্রথমে আমরা এর প্রতিবাদ করেছিলাম। ঠিকাদারের লোকজন চাঁদাবাজির মামলা দিবে বলে হুমকি ধামকি দেওয়ায় অনেকে আর মুখ খুলতে সাহস করেনি। যোগীপাড়া ইউনিয়নের বলাইপাড়া কড়ইতলী হতে ডোখলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭৫০ মিটার পাকা রাস্তা নির্মাণে নিম্ন মানের ইট ব্যবহার করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, এই রাস্তার প্রাক্কলিত আনুমানিক ব্যয় ৩৫ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন সরদার, ইউসুফ আলী, এমরান হোসেন মিশ্্র প্রতিক্রিয়া জানিয়ে ঊর্ধŸতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জাহেদা কনস্ট্র্রাকশনের মালিক শরিফুল ইসলাম লিটনের কাছে জানতে চাইলে তিনি কিছু নিম্নমানের ইট আসতে পারে বলে স্বীকার করেন।
বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান জানান, ঠিকাদারকে দিয়ে অবশ্যই নিম্নমানের ইট সরিয়ে নেয়া হবে। অন্যথায় কাজ করতে দেয়া হবে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ