শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। রবিবার দুপুরের দিকে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চর মসজিদ সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। এরমধ্যে সোমবার বেলা ১২ টার দিকে চকরাজাপুর এলাকায় পদ্মা নদীতে ভেসে ওঠে শিশু জান্নাতীর লাশ।
স্থানীয় লোকজন জানান, দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৮) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১১)।
নিখোঁজ দুই শিশু সম্পর্কে খালা-ভাগ্নি। এদের উদ্ধারে রবিবার রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও তাদের সন্ধান মেলেনি। তবে সোমবার আকষ্মিক ভাবে চকরাজাপুর ঘাটে জান্নাতির লাশ ভেসে ওঠে। এখন সন্ধান চলছে অপর শিশু ঝিলিকের।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকালে একজনকে পাওয়া গেলেও দুপুর পর্যন্ত আরেক শিশুকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আজম জানান, নিখোঁজ দুই শিশুর পরিবার বাঘার চৌমাদিয়া চরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।