রাজশাহীতে নিখোঁজ সেই সাগরি ২০ দিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকা থেকে নিখোঁজ আদিবাসী নারী সাগরীকে ২০ দিন পর (৩৪) জেলার বাগমারা থেকে উদ্ধার করেছে পুলিশ। সাগরী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার শম্ভুর মেয়ে। গত ১৮ দিন ধরে তিনি নিখোজ ছিলেন। এ নিয়ে রাজশাহীতে দুদফা মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়েছে।
পুলিশ জানায় সাগরী পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকার একটি বাড়িতে কাজ করতেন। গত ১৩ মার্চ বিকেলে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে তার মা শাহমখদুম থানায় একটি জিডি করেন।
পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাগরী রাজশাহী জেলার বাগমারা থানাধীন বীরসনি গ্রামের শ্রী সুনিল চন্দ্র সীলের বাড়িতে আছে। সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গত ১ এপ্রিল রাত সাড়ে ৮ টায় হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্সের সহায়তায় সুনিল চন্দ্র সীলের বাড়ি থেকে সাগরীকে উদ্ধার করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ