পুলিশের হাতে ধরা পড়ল নকল পুলিশ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চাকরীর প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার সময় পুলিশের এক ভুয়া সহকারী উপপরিদর্শকে (এএসআই) আটক করেছে পুলিশ। এ সময় আটকৃত ওই যুবকের থেকে একটি ভুয়া পরিচয় পত্র জব্দ করা হয়। বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে। আটক ভুয়া সহকারী উপ-পরিদর্শকের নাম আলাউদ্দিন সুমন (৩৭)। সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
থানা সুত্রে জানা যায়, পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পরিচয় দিয়ে আলাউদ্দিন সুমন নামে ওই ব্যক্তি বুধবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে যায়। সেখানে পুলিশের ভুয়া পরিচয় পত্র দেখিয়ে স্থানীয় এক যুবককে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথাবার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয় পত্র এবং একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ