সর্বশেষ সংবাদ :

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি থামাতে নগর ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: জনমনে স্বস্তি আনো দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করো এই স্লোগান কে সামনে রেখে ১২ দফা দাবি নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করেছে। বুধবার বেলা ১১টায় চন্দ্রিমা থানার উদ্যোগে শালবাগান বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদক মন্ডলী নাজমুল করিম অপু, চন্দ্রিমা থানার সভাপতি সাহিদ হোসেন শিশির ১৮নং ওয়ার্ড শাখার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী পরস, বোয়ালিয়া পশ্চিম শাখার সাধারণ সম্পাদক শাহিন শেখ, ১৯নং ওয়ার্ড কমিটির নেতা রাজ্জাক, আনোয়ার, জুম্মন, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সহ-সভাপতি অমিত সরকার নারী মুক্তির সংসদের জেলা সদস্য হিরা আক্তার, ১৮নং ওয়ার্ড নেতা বুলু, রেজু।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে বক্তাগণ বলেন একই কর্মসূচি ৭টি থানাতে আমরা পালিত করবো এবং পাশাপাশি আগামী ১৯ মার্চ ২০২৪ রাজশাহীর মহানগরের উদ্যোগে জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর