নেপালের পর ভারতবধ, মেয়েদের নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে প্রীতি-অর্পিতারা শেষ দিকে এসে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ সাইফুল বারী টিটু।
মঙ্গলবার ভারতের বিপক্ষে শুরুতে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতও বিরতির পর ম্যাচে সমতা ফেরায়। তবে টিটুর শিষ্যরা শেষ দিকে এসে দারুণ নৈপুণ্য দেখিয়ে আরও দুই গোল আদায় করে নেয়। তিন গোল করে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ম্যাচে এগিয়ে থেকেও গোল খাওয়া প্রসঙ্গে টিটু বলেছেন,‘আমরা যেভাবে সাধারণত খেলি, ওই খেলাটা থেকে দ্বিতীয়ার্ধে কিছুটা বের হয়ে গিয়েছিলাম। ভারত স্কিলফুল দল। আপনি যখন ভালো ডিফেন্ডিং করবেন, তখন ভালো খেলোয়াড়ও সুবিধা করতে পারে না। প্রথমার্ধে কিন্তু ওরা তেমন কিছু করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লং বল, লং পাস দিয়ে করার চেষ্টা করেছে।’
গোলকিপার ইয়ারজান বেগমের প্রশংসাও করেছেন কোচ, ‘ভুটানের সঙ্গে ওরা যেভাবে খেলেছে, আমি আমাদের খেলোয়াড়দের বলেছিলাম যে, আমরা তো ভুটান না। আমরা আমাদের ডিফেন্ডিংটা ভালো মতো করি। তাহলে ভারত সেভাবে জায়গা পাবে না। আমাদের গোলকিপার ভালো কিছু সেভ করেছে। এই ম্যাচটা আগে থেকেই বলেছিলাম খুব উপভোগ্য হবে, নিজেদের অ্যানালাইস করা যাবে। ফাইনালে আশা করছি আমরা আরও গুছিয়ে খেলবো।’
লিগ পর্বে ভুটানের বিপক্ষে ৮ মার্চ শেষ ম্যাচ। এরপর হবে ফাইনাল। তাই টিটু আগে থেকেই সাবধানী। শিষ্যদের উদ্দেশ্যে বললেন, ‘এখনও কিন্তু তোমরা ফাইনাল জিতে যাওনি। ফাইনাল অনেক দূর। তোমাদের ভালো খেলতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে মনে রাখতে হবে, ওদের বয়স মাত্র ১৬। এমন জয়ের পর ওরা আনন্দ করবে, উদযাপন করবে, সেটাতে বাধা দেওয়া উচিত নয়।’
খেলোয়াড়দের নিয়ে গর্বিত বাংলাদেশের সাবেক মিডফিল্ডার, ‘খেলোয়াড়দের নিয়ে অবশ্যই গর্বিত। একটি মাস ওরা কঠিন পরিশ্রম করেছে। দুই অর্ধ যদি তুলনা করা হয়, ম্যাচটা ছিল সমানে সমানে। আমরা হয়তো ম্যাচটা জিতেছি, তবে কিছু কিছু সময় ভারত অনেক শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। বিশেষ করে ১-১ হয়ে যাওয়ার পর। আমাদের কৌশলে কিছু পরিবর্তন করতে হয়েছিল। আমার মনে হয় শেষ দিকে দুটি পরিবর্তন আমাদের জন্য কাজে দিয়েছে। দল অনেক বেশি সংঘবদ্ধ হয়েছে। ভাগ্যক্রমে আমরা দ্বিতীয় গোলটি পাই। এরপর তৃতীয় গোলও পাই।’
গর্বের পাশাপাশি শিষ্যদের টানা নৈপুণ্য দেখে কোচ বিস্মিত। নেপালকে ২-০ ও আজ ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। মেয়েদের কৃতিত্ব দিয়ে বললেন, ‘আমার প্রত্যাশা ছিল, এই ম্যাচে নিজের দলের সামর্থ্য দেখার। আমার মনে হয় ভারতও একই লক্ষ্য নিয়ে এসেছিল। আমরা ফাইনালে গিয়েছি। তবে সেটা একেবারেই আলাদা একটা ম্যাচ হতে যাচ্ছে। ফাইনালে নাম লেখানোর সব কৃতিত্ব মেয়েদের। তারা এই বয়সেই যেই দায়িত্ববোধ মাঠে দেখাচ্ছে, আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে।’


প্রকাশিত: মার্চ ৬, ২০২৪ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর