যৌন হয়রানির মামলার পর লাপাত্তা রাজশাহী শিল্পকলার কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন ও কৌশলে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি থানায় এজাহার দাখিল করেন এক নারী শিক্ষার্থী। পরদিন রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার পর থেকে তিনি লাপাত্তা হয়ে গেছেন।
আসাদুজ্জামান সরকারের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শোভাগঞ্জ গ্রামে। তিনি নগরীর ভদ্রা এলাকায় বসবাস করেন।
আরএমপির রাজপাড়া থানার ওসি রফিকুল হক জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। এক শিক্ষার্থী মামলা করলেও একাডেমির আরও শিক্ষার্থীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। তবে তিনি পালাতক রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে আসাদুজ্জামান সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ | সময়: ৬:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর