নগরীতে লিটনের পক্ষে সভা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে নগরীতে সভা সমাবেশ ও প্রচার অব্যাহত রয়েছে।
গতকাল শুক্রবার ৮ নং ওয়ার্ড অন্তর্গত কাজীহাটা মহল্লা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগে সহ সভাপতি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ওরম শরীফ রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবু, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল শেখ, ০৮ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক হাসনাত আজিজ মিঠু, যুগ্ম আহবায়ক -এরশাদ শেখ, সাবেক ছাত্রলীগ নেতা আশিক হোসেন দিপু, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাবিলসহ অত্য মহল্লার নেতৃবৃন্দ।
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে ২৪ নং ওয়ার্ডে মহল্লা কমিটি গঠনের জন্য শুক্রবার বিকাল ৫.৩০টায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বোয়ালিয়া (পূর্ব) থানা মনিটরিং টিমের সাথে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ মতিবিনিময় করেন। সন্ধ্যা ৭.৩০টায় বাশার রোড মহল্লায় অত্র মহল্লা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠি
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু। ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম এ করিম এর সভাপতিত্বে আরো বাশার রোড মহল্লা কমিটির আহ্বায়ক দিপন। সভায় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মী: রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫.০০ টায় রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়, লক্ষীপুর কাঁচাবাজার, শেরসাহা রোড, ঝাউতলা মোড়, প্যারামেডিকেল, বাগানপাড়া এবং তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি এবং মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতি নাঈমুল হুদা রানা যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি হবিবুর রহমান বাবু, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আশরাফ শাহীন, শহিদুল ইসলাম বিপুল(ভারপ্রাপ্ত সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক লীগ), সাবেক ছাত্রনেতা আনোয়ার, কুতুব, এবাদুল হক বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক ছাত্রনেতা মির্জা জনি, শামীম সেন্টু, সুইট, মোশাররফ, বাদশা, শরিফুল ইসলাম, মিলন, রফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, সাবেক ছাত্রনেতা আসাদ, হারান, নাসির উদ্দিন রুবেল, রিফাত, দীপন, আতিক, জয়, রানা, কাইয়ুম, জেনিথ, শিমুল, নজরুল, মার্শাল, সৌমিত্র রানা ,ডাঃ বিন, ইঞ্জি:বনি, ইঞ্জি:সজিব, হিমেল, সবুজ, আকাশ, বিজয়, বিদ্যুৎ সহ সাবেক ছাত্রলীগের প্রায় চার শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখা: এদিকে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার উদ্যোগে বাদ জুম্মা রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার আলী, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, সহ-সভাপতি মান্নান বাবু, যুগ্ম সাধারণ হবি, আরিফুল, প্রচার সম্পাদক রাজু, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার সহ সম্পাদক সাদিকুল, রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মে ১৩, ২০২৩ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ