অমর একুশ প্রতিবাদি চেতনার প্রকাশ : এমপি আসাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, অমর একুশের প্রতিবাদি চেতনায় নতুন করে উজ্জীবিত হওয়ার দৃঢ় প্রত্যয় নিতে হবে আমাদের। স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতিবছর অমর একুশের শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করে তিনি বলেন, ভাষাশহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের গৌরবগাথা। বায়ান্নোর ২১শে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্রসমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। বুধবার মহান একুশের অনুষ্ঠানে পবা উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় সম্মান পেয়েছে আমাদের বাঙলাভাষা। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিখার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে ‘একুশে ফেব্রুয়ারি’। একুশ এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র। জাতি হিসেবে আমরা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে ভাষাভিত্তিক বাঙালি জাতীর ভাবধারার সমন্বয়ে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছি। মহান ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে মহত্তর স্বাধীনতার চেতনা।
প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পায় রাষ্ট্রভাষা বাংলা। আবার ১৯৯৯ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মাধ্যমে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি অর্জনের মধ্যে দিয়ে বাংলা ভাষার অনন্য সম্মান এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ ফেব্রুয়ারি রক্ত স্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালিত হবে বিশ্বজুড়ে। সন্ত্রাস সাম্প্রদায়িকতা রুখে দিতে আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এটি।
পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: ইয়াসিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনীম, সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল মাননান, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা পরিষদের সদস্য তৌফিকুল ইসলাম তৌফিকসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ | সময়: ৭:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ