কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টার:
কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্দ্যোগে পৃথক পৃথক ভাবে ২টি স্থানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে একটি র‌্যালী কারিতাস আঞ্চলিক অফিস হয়ে কোর্ট শহীদ মিনারে ভাষা শহিদদের স্মরণে একটি শ্রদ্ধা জানান এবং আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম এর নেতৃত্বে পদ্মা আবাসিকের ৮ নং রোড হইতে ভদ্রা স্মৃতি অম্লান চত্বরে যায়। কোর্ট শহীদ মিনারে ৩৮ জন পথশিশু ৩ জন অবিভাবক ১৮ জন কর্মকর্তা সহ মোট ৫৮ জন এবং ভদ্রা স্মৃতি অম্লান চতরে ৫৬ জন পথশিশু ৪ জন প্রকল্পের কর্মকর্তা ও ১ জন সিপিসি সদস্যসহ মোট ৬১ জন র‌্যালীতে অংশগ্রহণ করেন।


সকল শহীদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কোর্ট শহিদ মিনারে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম ও কারিতাসের কর্মকর্তাগণ। ভদ্রা স্মৃতি অম্লান চতরে আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম ও প্রকল্পের মাঠ কর্মকর্তাগণ এবং আলোকিত শিশু সুরক্ষা কমিটির সদস্য মোসা: নিলুফা বেগম। র‌্যালী শেষে সকল পথশিশুদের ডিআইসিতে দিবসের তাৎপর্য আলোচনা করা হয়।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ | সময়: ৯:৪০ অপরাহ্ণ | Daily Sunshine