সর্বশেষ সংবাদ :

রাঙাপরি’র অন্যরকম আয়োজন রাজশাহীতে আবাসন মেলা শুরু শনিবার

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার থেকে নগর ভবনের গ্রীন প্লাজায় শুরু হতে যাচ্ছে রেডা আয়োজিত আবাসন মেলা। বিগত সময়ের মতো এবারের আবাসন মেলাতেও ‘রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রপারটিস’ নামের সুনামধন্য রিয়েল স্টেট কোম্পানিটির থাকবে ভিন্নধর্মী আয়োজন।
মেলাতে আগত ক্রেতাদের সুবিধার্থে চোঁখ ধাঁধানো বিশাল পরিসরের স্টলে (প্যাভিলিয়ন) থাকবে চলমান প্রজেক্টগুলোর ফ্ল্যাট সংক্রান্ত সকল তথ্য সম্বলিত নানা আয়োজন। গেলবারের আবাসন মেলার সফলতাকে আরো বেশি গতিশীল করার লক্ষ্য নিয়ে এবারের আবাসন মেলাতে থাকবে নগরীর সবচাইতে প্রাইম লোকেশনে চলমান একাধিক বহুতল ভবনের ফ্ল্যাট বুকিং এর সর্বোচ্চ সুযোগ বলে জানান প্রতিষ্ঠানটির এজিএম আব্দুল্লাহ সাফি নাফিস। তিনি আরো বলেন, ফ্ল্যাট ক্রেতাদের আবাসন ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবার লক্ষ্যে নগরীর সিএন্ডবি মোড়স্থ বাংলাদেশ ব্যাংক, মিশন হাসপাতাল ও উপশহর আমবাগানস্থ বরেন্দ্র বহুমূখি কার্যালয়ের সামনে নির্মানাধীন রয়েছে নান্দনিক ডিজাইনের তিনটি বহুতল ভবন। উপশহর বরেন্দ্র বহুমূখি উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সামনে ৪৫ ফিট রাস্তা সংলগ্ন প্রায় সাড়ে নয় কাঠা নিস্কন্ঠক জমির উপর নির্মিত হচ্ছে সকল আধুনিক সুবিধা সম্বলিত চোঁখ ধাঁধানো বহুতল ভবন চৌধুরি স্কাই লাউঞ্চ। এখানে রয়েছে মোট ২৭ টি ফ্ল্যাট। কাজিহাটাস্থ মিশন হাসপাতালের সামনে ৬০ ফিট রাস্তা সংলগ্ন প্রায় দশ কাঠার জমির উপর নির্মাণাধীন রয়েছে নূরী’স স্কাই হাইটস্ নামের ৩১টি ফ্ল্যাট সম্বলিত রুচিশীল আধুনিক বহুতল ভবন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিপরীতে ৬০ ফিট রাস্তা সংলগ্ন প্রায় দশ কাঠার জমির উপর নির্মাণাধীন রয়েছে নান্দনিক বহুতল ভবন গ্যালাক্সি লাইন। এখানে রয়েছে ৩০ টি ফ্ল্যাট। প্রতিটি এ্যাপার্টমেন্টেই রয়েছে সুপ্রশস্ত গাড়ি পার্কিং এর চমৎকার ব্যবস্থা।
এছাড়াও আগামী মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে আরো দুটো নান্দনিক এ্যাপাটমেন্ট। যার একটি হলো নগরীর উপশহর নিউমার্কেট রোডে। আর অন্যটির অবস্থান মেডিকেল কলেজ এর সামনে।
ফ্ল্যাট ক্রেতা ও বসবাসকারিদের নিরাপত্তা, নানামুখি সুবিধার বিষয়গুলোকে গুরুত্ব দেবার পাশাপাশি আবাসন খাতকে ঢাকা ও চট্রগ্রামের চাইতেও অধিকতর মানসম্পন্ন ও রুচিশীল করার অভিপ্রায় নিয়ে রাঙাপরি তাদের নির্মানাধীন বহুতল ভবনগুলোতে ব্যবহার করছে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণসামগ্রী বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মাসুম সরকার। তিনি আরো জানান, রাঙাপরির ফ্ল্যাট ক্রেতারা ঢাকা কিংবা চট্রগ্রামে গিয়ে মাথা উচুঁ করে বলতে পারেন, আপনাদের চাইতেও রাজশাহির রাঙাপরির এ্যাপাটমেন্টগুলো আকষর্ণীয়। এবারের আবাসন মেলাই ফ্ল্যাট ক্রেতাদের জন্য রাঙাপরি থাকবে অন্যরকম ঝলক বলে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে কি ধরনের ঝলক থাকবে এবারের আবাসন মেলাতে সেবিষয়ে মেলার স্টলে গিয়েই জানতে পারবেন ক্রেতারা বলে জানান তারা।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর