বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে চলমান হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কাজ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি মনাকষা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান কর্মসৃজন কাজ পরিদর্শনে যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। এ সময় তিনি শ্রমিকদের খোঁজ খবর নিয়ে কাজের গুণগতমান যাচাই বাছাই করেন।
এছাড়া শ্রমিকদের পারিশ্রমিকের দেওয়ার বিষয়ে দিকনিদের্শনা প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকদের নামে ব্যবহৃত সীমকার্ডে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে পারিশ্রমিক পৌঁছে যাবে। পাশাপাশি শ্রমিকরা যাতে সঠিকভাবে কাজ বাস্তবায়ন করেন সেই বিষয়ে বিভিন্ন দিকনিদের্শনা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে মনাকষা ইউনিয়ন পরিদর্শন করা হয়েছে। আগামী প্রতিটি ইউনিয়নে চলমান ৪০ দিনের কর্মসৃজন কাজ পরিদর্শন করা হবে। এ সময় মনাকষা ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনাকষা ইউনিয়নে চলমান হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কাজে ৪৬৩ জন শ্রমিক কাজ করছে।
শিবগঞ্জে কর্মসৃজন