পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকেও হারায় তারা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে জয় পেয়েছে ৩৬ রানের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে ওপেনার মোসাম্মত ইভা ছাড়া বাকি চার ব্যাটারই রান পেয়েছেন। ইভা ৬ রানে আউট হলে ২৪ রানের ওপেনিং জুটি ভাঙে। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুর্বনা ৩৩ বলে ২৪ রান করে ফেরেন। তিনে নামা আরবিন তানির ব্যাট থেকে আসে ৩০ বলে ৩১ রান।
অধিনায়ক সুমাইয়া আক্তার ও রাবেয়া খাতুনের জুটিই মূলত বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। দুজনের ৪৬ রানের জুটি। ইনিংসের শেষ বলে সুমাইয়া ২৪ বলে ৩২ রানে করে আনোশা নাসিরের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার ইনিংস সাজানো ৪ চারে। তবে এক প্রান্তে রাবেয়া ২৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের রান তাড়ায় পাকিস্তানের মেয়েরা পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেননি। শুরু থেকেই ধীরে চলো নীতিতে খেলে পাকিস্তান। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে ১ উইকেট নেন রাবেয়া। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন তিনি।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ