নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার উপজেলার দামপুরা বাজার ও নিমদীঘি বাজারে অভিযান চালানো হয়। এসময় দামপুরা বাজারে অবৈধভাবে ১ হাজার ৮০০ মন ধান মজুদের দায়ে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা ও নিমদীঘি বাজারে অবৈধভাবে ২ হাজার ৫০০ মন ধান মজুদের দায়ে আমিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, অবৈধভাবে ধান চাল মজুদকারীদের বিরুদ্ধে ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসময় খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আমিনুল ইসলাম সহ থানা পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ | সময়: ৪:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ