শেষ হয়েছে রাবিতে ভর্তি আবেদন , জমা পড়লো কত ?

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন গতকাল বুধবার (১৭জানুয়ারি) শেষ হয়েছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে ৩ লাখ ৫৬ হাজার। এর মধ্যে এ ইউনিট- ১ লাখ ৩০ হাজার, বি ইউনিট- ৮৮ হাজার ৩০০, সি ইউনিট- ১ লাখ ৩৮ হাজার ২০০ টি আবেদন জমা পড়েছে। চূড়ান্ত আবেদনে প্রতি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন,আবেদন শুরুর পর থেকে শেষ পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) ৩ লাখ ৫৬ হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। প্রাথমিক আবেদন শেষে জিপিএ’র ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে।

চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

 

এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। ১ ঘন্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ৪ সিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি সিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে মোট ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৫:১৬ অপরাহ্ণ | Daily Sunshine