শপথের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এমপি আবুল কালাম আজাদের

স্টাফ রিপোর্টার, বাগমারাঃ

রাজশাহী-৪ বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ শপথ গ্রহনের পর রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় বাগমারারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সকাল সোয়া দশটায় সংসদ ভবনের শপথ কক্ষে আ’লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান একাদ্বশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নতুন এমপিরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

বাগমারা থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতে সক্রিয় ছিলেন। তিনি এর আগে তাহেরপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ছিলেন। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকও তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বিকেলে শপথ গ্রহনের উদ্দেশ্যে তিনি তাহেরপুর থেকে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ঢাকায় যান। শপথ গ্রহনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. পিএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, আ’লীগ নেতা প্রভাষক মাহাবুবুর রহমান, ওয়াহেদুজ্জামান আজাদ, কামাল হোসেন, সরদার জান মোহাম্মাদ প্রমূখ।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ | সময়: ৭:২৭ অপরাহ্ণ | Daily Sunshine