সর্বশেষ সংবাদ :

দেড় বছর পর ‘সেরা দশে’ কোহলি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১ বছর ৭ মাস পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিলেন বিরাট কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক ২০২২ সালের মাঝামাঝিতে সেরা দশের বাইরে চলে যান। ১৯ মাস পর আবার তিনি র‌্যাংকিংয়ে সেরা দশে প্রবশে করলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন কোহলি। তাতেই ৪ ধাপ উন্নতি করে ৭৬১ রেটিং নিয়ে সেরা দশে ঢুকে যান। অবশ্য নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন তার চেয়ে ১০৩ পয়েন্টে এগিয়ে থেকে আছেন শীর্ষে। আর ইংল্যান্ডের জো রুট ৮৫৯ রেটিং নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।
৮২০ রেটিং নিয়ে স্টিভেন স্মিথ আছেন তৃতীয় স্থানে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ভালো করে রুটকে পেছনে ফেলে দিতে পারেন তিনি। প্রথম টেস্ট ১৮৫ রানের ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার ডিন এলগার বড় লাফ দিয়েছেন। তিনি ১৯ ধাপ উন্নতি করে ১৭তম অবস্থানে উঠে এসেছেন। অবশ্য আজ বুধবার কেপ টাউনে তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে মাঠে নেমেছেন।


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ | সময়: ৪:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ