নওগাঁর নিয়ামতপুরে প্রণোদনার সার বীজ পেলো ৭০২০ জন কৃষক

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ৭ হাজার ২০ জন কৃষক পেলো আউশ ধানের বীজ ও সার। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত থেকে কৃষককের প্রণোদনার সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখন তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বরেন্দ্র অঞ্চলের প্রতিটা মাঠে মাঠে বিদ্যুৎ চালিত সেচ পাম্পে সংযোগ দেওয়া হয়েছে। যাতে কৃষকেরা তাদের অর্জিত বোরো ফসল ঘরে তুলতে পারে। এখন সেই সেচ পাম্প দিয়ে কৃষকেরা তাদের স্বপ্নে পানি দিচ্ছেন।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম , সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নে মোট ৭০২০ জন কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বীজ – ৩৫.১০ মে.টন, ডিএপি সার – ৭০.২০ মে.টন ও এমপিও সার – ৭০.২০ মে.টন।

সানশাইন / শামি


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪ | সময়: ৬:৩২ অপরাহ্ণ | Daily Sunshine