মোহনপুরে বাড়ি ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা গ্রামের নায়েব আলী সরদারের দোকান ঘরসহ বসত বাড়িতে ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষ একই গ্রামের সালাম শাহ ও ছেলে রবিউল শাহ। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এঘটনায় নায়েব আলীর স্ত্রী পারুল বিবি (৪৮) নামের এক নারী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষহারা মৌজার বসত ভিটার ৪২৫১ নং দাগের পৈত্রিক সূত্রে মালিক নায়েব আলী সরদার ও মকবুল সরদার। পরবর্তীতে মকবুল সরদারের অংশের জমি ক্রয় করেন সালাম শাহ। সালাম ক্রয়সূত্রে মালিক হলেও মুল অংশিদার নায়ের আলীর বসতবাড়ী ভাংচুর করে রাস্তা সংলগ্ন জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এধরণের নানা জটিলতা নিয়ে আদালতে উভয় পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সালাম শাহ তার লোকজন নিয়ে বুধবার অতর্কিত ভাবে বসতবাড়ির পাশে অবস্থিত দোকানঘর, গোয়ালঘর, রান্নাঘর এবং ঢেউ টিনের দেয়া বেড়া ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এবিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, এঘটনায় ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত উভয় পক্ষের কেঊ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৬:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর