ঈশ্বরদীতে সেনাবাহিনীর ঈদ উপহার পেলো ২০০ অসহায় পরিবার

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঈশ্বরদী মিলিটারী ফার্মের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের এস এম স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈশ্বরদী মিলিটারী ফার্মের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ রেজাউল করিম পিএসসির সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সহ-সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ওহিদুজ্জামান টিপু, কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, ওয়াকিল আলম ও ফরিদা ইয়াসমিন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমন্বয় করেন ঈশ্বরদী মিলিটারী ফার্মের মেজর মঈনুল ও ক্যাপ্টেন শওকত। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও দুধ।


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ