শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী উপশহর ১ নং সেক্টরে অবস্থিত প্রজেক্ট হেডওয়ে লোবেলিয়া স্কুলে বাংলা মাধ্যম শাখায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বই উৎসবে যোগ দেয় এই শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা সোমবার। বই বিতরণের আগে শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা কার্ড প্রদান, স্কুলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেয়া হয় সকল শিক্ষার্থী ও অভিভাবকদের। এসময় শিক্ষা সংশ্লিষ্ট গান এবং কবিতা পাঠ করেন শিক্ষকরা। বই বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বই পেয়ে নার্সারী শ্রেণীর শিক্ষার্থী সিদরাতুন মুনতাহা আদিবা জানায়, আজকে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আমি প্রতিদিন স্কুলে আসতে চাই।
উল্লেখ্য, এ বছর বাংলা মাধ্যমে নতুন করে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত শূরুর মাধ্যম স্কুলটির যাত্রা শুরু করেছে। এছাড়া উপশহর উত্তরা ক্লিনিক মোড়ে এ স্কুলের ইংরেজী মাধ্যম শাখা কয়েক বছর ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।