কাঁচি এখন পরিবর্তন ও আস্থার প্রতীক : অধ্যক্ষ বাদশা

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনে পরিবর্তন ও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ‘কাঁচি’। একারণেই সর্বত্রই গণজোয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। রবিবার নগরীতে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহীর মানুষ জনবিচ্ছিন্ন নেতৃত্ব চাই না। একারণেই পরিবর্তন অবধারিত। এটা বুঝতে পেরেই জনগণ থেকে বিতাড়িত হয়ে ষড়যন্ত্র করা হচেছ। বলা হচ্ছে, ভোটের আগে প্রধানমন্ত্রী কাঁচি প্রতীককে নির্বাচন থেকে সরে যেতে বলবেন। এসব গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। জনসমর্থন হারিয়ে গুজবে ভর করে এমপি হওয়া যাবে না।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে এরইমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনের জাতীয় ও আন্তজার্তিক পেক্ষাপট ভিন্ন। এবারের নির্বাচন যে কোন মূল্যে সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হতে হবে। যার যার জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হতে হবে। আর রাজশাহীতে কাঁচি প্রতীক নির্বাচনে না আসলে নির্বাচন কখনোই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হতো না। আর আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে জনসমর্থন নিয়েই বিপুল ভোটে ‘কাঁচি’ প্রতীকের জয় হবে।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, মানুষ উন্নয়ন চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাসিক মেয়র আপ্রাণ চেষ্টা চালিয়ে রাজশাহীকে সাজিয়ে তুলছেন। কিন্তু এই আসনে বিগত দিনে যিনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তিনি উন্নয়নের সহযোগী না হয়ে কোটারি রাজনীতি করেছেন। একারণেই সাধারণ মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। পাড়া-মহল্লায় কাঁচি প্রতীকের বিজয়ের প্রশ্নে মানুষ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। সুতরাং গুজবে ভর করে বিজয়কে রুখে দেয়া যাবে না।
এদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, প্রচার মিছিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সাধারণ ভোটারদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুজিবর রহমান, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড (উত্তর) সভাপতি মো. রাব্বিল হোসেন, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শামিম মন্ডল, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মাসুম, রানীনগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মো. সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন মিঠু, রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি মো. আশরাফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদ হোসেন লালা, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান আলী, হড়গ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এঁর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী সভা রবিবার রাত ৮টায় রানীবাজার মোড়ে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এঁর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এঁর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঁচি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তাক হোসেন এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সদস্য সৈয়দ হাফিজুর রহমান বাবু, বাদশা শেখ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, সদস্য শামসুজ্জামান আওয়াল, মোকাদ্দেস হোসেন লাবলু, মোশফিকুর রহমান হাসনাত, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আখতারুল আলম, আব্দুস সালাম, কল্পনা রায়, এ্যাড. শামীমা আখতারী, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ