পুলিশ অফিসার পরিচয়ে বিকাশের দোকানে চাঁদাবাজি, যুবক আটক

স্টাফ রিপোটার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের একটি বিকাশের দোকানে শিবগঞ্জ থানার এএসআই পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা বিকাশ চাইতে গিয়ে আটক হয়েছে সেমাজুল ইসলাম নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে জেলার শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তি একই উপজেলার শেখটোলা গ্রামের হেরাস আলমের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১ টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ম্যাংগো ট্রাভেলসের কাউন্টারে অবস্থিত বিকাশ এজেন্টের কাছে গিয়ে সেমাজুল ইসলাম নিজেকে শিবগঞ্জ থানার এএসআই হারুন পরিচয় দেন।
এ সময় তিনি বিকাশ এজেন্টকে দশ হাজার টাকা নগদ দিয়ে আরো ৫০০০০ টাকা দাবি করেন এবং একটি মোবাইল ফোন নম্বর তাকে দিয়ে ওই নম্বরে ৬০০০০ টাকা বিকাশ করার জন্য নির্দেশ দেন।
এ সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে বিকাশ এজেন্ট কাউসার মাহমুদ তাকে বসিয়ে রেখে কৌশলে শিবগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ভুয়া ঐ এএসআই পরিচয় দানকারী সেমাজুল ইসলামকে আটক করে। তিনি আরো জানানি এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর