পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৫৪ কেজি ওজনের বাঘাইড়

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলে শাহ জামালের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। শুক্রবার এ মাছটি রাজশাহীর আড়তে ৫০ হাজার দামে বিক্রি হয়। বজলুর রহমান নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নিয়েছেন।
শাহ জামাল বলেন, সন্ধ্যার পর তিনি রাজশাহী নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলেন। প্রায় চার ঘণ্টা পর মাছটি তার জালে আটকা পড়ে। রাতেই মাছটি তিনি তুলতে সক্ষম হন। এরপর সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান খবর পেয়ে মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
স্থানীর মাছের আড়ৎদার বজলুর রহমান বলেন, সকালে মাছটি নিয়ে আসলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। তবেন স্থানীয় শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা মাছটি কিনে নিতে চাইলে তাদের জন্য তিনি কিনেছেন। পরে তিনি মাছটি কেটে বিক্রি করেছেন।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ | সময়: ৬:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ