সর্বশেষ সংবাদ :

এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: গত অর্থ বছরের এডিপি গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এডিপি বরাদ্দের গৃহীত ১ম কিস্তির চেক প্রদান করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। রাজশাহী জেলার ৯টি উপজেলার মসজিদ, কবরস্থান, মন্দিরসহ ৬টি প্রতিষ্ঠানের মাঝে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার বক্তব্যে বলেন, এ অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তহবিলের টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, উন্নয়ন প্রকল্পের টাকার যথাযথ ব্যবহার করে সারাদেশে উন্নয়নের ধারা অব্যহত ও আমাদের রাজশাহী অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক।
চেক বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের টাকা যেন অন্য কাজে ব্যবহার না হয়। এটা সরকারী টাকা, এ টাকা অন্য কাজে ব্যবহার করলে যদি জেলা পরিষদ জানতে পারে তাহলে আপনাদের সমস্য হতে পারে। বিধায় আমরা চাই, এ টাকার সঠিক কাজে ব্যবহার হোক।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ, প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান ও সার্ভেয়ার আলিফ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ | সময়: ৪:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ