তাসকিনকে নিয়ে বড় দুঃসংবাদ, ফের ইংল্যান্ডে এবাদত

স্পোর্টস ডেস্ক: আগে থেকেই কাঁধের চোটে ভুগছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ শুরুর প্রথম দিক থেকে এই টাইগার পেসার ইনজুরি নিয়ে খেলেছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও বিশ্রামে রয়েছেন তাসকিন। তবে এবার লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন এই স্পিড স্টার। কাঁধের চোট নিয়ে তাকে দীর্ঘ সময়ের পুনবার্সনে যেতে হচ্ছে।
এ বিষয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বৃহস্পতিবার গণমাধ্যমে বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এ বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। ইনজুরি যেহেতু বারবার ফিরে আসছে তাই লম্বা সময় পুনর্বাসন ছাড়া আর কোন বিকল্প নেই।’
‘মাঝে মাঝে ওকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। একটু সমস্যা দেখা দিচ্ছে বলের গতি বাড়ানোর ক্ষেত্রেও। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা’, আরও যোগ করেন বিসিবি চিকিৎসক।
এদিকে পায়ের অপরারেশন শেষে দেশে ফেরা এবাদত হোসেনকে আবারও ইংল্যান্ড পাঠাচ্ছে বিসিবি। দেবাশীষ বলেন, ‘ইবাদতের হাঁটুর অপারেশন হয়েছে দুই মাস হতে চলল। সে তার চোটের অবস্থা বুঝতে আবারও ইংল্যান্ড যাচ্ছে। অগ্রগতি হয়েছে, তবে চোটের অবস্থা বুঝতে যে অপারেশন করেছে তার কাছে পাঠানো হচ্ছে এবাদতকে। এই মাসের ৩০ তারিখ ওর ডাক্তার দেখানোর কথা। এর দুয়েকদিন আগে সে যাবে, ডাক্তারের সঙ্গে দেখা করে আবার কয়েকদিন পরই ফিরে আসবে।’


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ