রাজশাহীর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড. মোঃ আব্দুল মতিন

স্টাফ রিপোর্টার:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মোঃ আব্দুল মতিন। তিনি তানোর উপজেলার সরকারি আব্দুর করিম সরকার কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক পদে কর্মরত রয়েছেন। গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তানোর ও উপজেলা শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিধি-বিধানের আলোকে রাজশাহী জেলার তানোর উপজেলার কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণী কলেজ শিক্ষক হিসেবে ড. মোঃ আব্দুল মতিন এর হাতে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন।

 

 

 

 

 

উল্লেখ্য, ড. মতিন রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স এবং এমএসসি (১ম শ্রেণী) ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি রাবির পদার্থবিজ্ঞান বিষয়ে এমফিল এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়সহ তিনি প্রায় ৩২ প্লাস সেমিনার-সিম্পোজিয়াম ও ওয়ার্কসপে অংশগ্রহণ করেন। একই সাথে তার জাতীয় ও আন্তর্জাতিকমানের তিনটি গবেষণা প্রকাশনাসহ অনার্স ও মাষ্টার্স পর্যায়ে দু’টি গ্রন্থ প্রকাশনা রয়েছে। গবেষনা জগতে অতীব আগ্রহের কারণে ড. মতিন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি, বাংলাদেশ সাইন্টিস্ট এ্যান্ড সাইন্টিফিক প্রোফেশনালস্, বাংলাদেশ এ্যাসোসিয়েশান এ্যন্ড এ্যাডভান্সমেন্ট অব সাইন্সসহ কতিপয় গবেষনা সোসাইটির তিনি আজীবন সদস্য।

 

 

 

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর