পবার বড়গাছি ইউনিয়নে শীর্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পবা প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার ০৮নং বড়গাছি বড়গাছি ইউনিয়নে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকালে বড়গাছি পরিষদ চত্বরে এসকল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ০৮ নং বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর, আরো উপস্থিত ছিলেন বড়গাছি ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য যথাক্রমেঃ ইব্রাহিম মোল্লা, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, হেলাল উদ্দিন, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, মনসুর রহমান, স্বপন আহমেদ, আব্দুর রাজ্জাক ও সংরক্ষিত আসনের সদস্য মনিরা বেগম, দুলালি বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মনিরা বেগম, আরো উপস্থিত ছিলেন ,বড়গাছি ইউনিয়নের সচিব ইসরাফিল হোসেন।এসময় উপস্থিত সকলের উদ্দ্যেশে চেয়ারম্যান সাগর বলেন, “আজকে আমার বড়গাছি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পবা মোহনপুরের উন্নয়নের রুপকার জননেতা আয়েন উদ্দিন কাকা’র পক্ষ থেকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এই কঠিন শীতে যাতে আপনাদের কষ্ট না হয় সেজন্যই এই শীতবস্ত্র দেওয়া হলো। সামনে আরো আসবে তখন এই শীতবস্ত্র গুলো আরো বেশি মানুষদের মাঝে দেওয়া হবে। আমি চাই না আমরা এই বড়গাছি ইউনিয়নের কেউ এই শীতে কষ্ট পাক। অসহায় মানুষদের জন্য আমি আছি। আমি থাকা অবস্থায় কেউ ইনশাআল্লাহ কখনো কোন কষ্ট পাবে না। জনগণের সেবা জনগণের দোরগড়ায় পৌছেঁ দেওয়া হচ্ছে বড়গাছি ইউনিয়নের পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সবসময় সেবক হয়ে আপনাদের পাশে থাকতে পারি”।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine