সর্বশেষ সংবাদ :

শনাক্তের হার প্রায় ৭ শতাংশ, মৃত্যু ২৮ হাজার ছাড়ালো

টানা চতুর্থ দিনের মতো করোনাতে নতুন শনাক্ত এক হাজারের বেশি। সেইসঙ্গে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাতে শনাক্তের হার প্রায় সাত শতাংশে গিয়ে পৌঁছেছে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু ২৮ হাজার ছাড়ালো। রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ( ৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা) করোনাতে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯১ জন। আর এ সময়ে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। গতকাল ( ৮ জানুয়ারি) অধিদফতর এক হাজার ১১৬ জনের শনাক্ত আর এক জনের মৃত্যুর কথা জানিয়েছিল। গতকাল শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৭৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ বলে জানাচ্ছে অধিদফতর। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনের মধ্যে পুরুষ একজন আর নারী দুইজন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯৭০ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ১৩২ জন। মৃতদের মধ্যে দুজনের বয়স ৬১ থেকে ৭০ বছর, আরকজনের বয়স ২১ থেকে ৩০। তিন জনের মধ্যে ঢাকা বিভাগের দুজন। একজন চট্টগ্রাম বিভাগের। তিন জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ | সুমন শেখ