ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রামেকে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সোনাভান (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এন নিয়ে চলতি বছর এ পর্যন্ত রামেকে ২০ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে আরও ১৮৭ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতাল সূত্র জানায় দুদিনের জ্বর ও ডায়রিয়াজনিত কারণে ১৫ অক্টোবর রাত ১০টার দিকে রামেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি হন সোনাভান। ভর্তির পর অবস্থাও অবনতি হলে গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার বিকেল ৩টার দিকে সেখানেই মারা যান তিনি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৫ জন। চলতি ডেঙ্গু মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন তিন হাজার ৩৮৮ জন। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন। তিন হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮৭।


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ