মান্দায় পিটিয়ে হত্যার অভিযোগে বাছুরের ময়নাতদন্ত

মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৬ মাস বয়সের একটি বাছুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ময়নাতদন্তের জন্য বাছুরটির মরদেহ উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বৈলশিং মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ময়না বেগম মান্দা থানায় অভিযোগ করেছেন।

 

 

ভুক্তভোগী ময়না বেগম বলেন, ‘শরিকান জমিজমা নিয়ে আব্দুল জলিল মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল। গত শুক্রবার সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান জমিতে হাল চাষ করতে যান আব্দুল জলিল। বাধা দেওয়ায় উভয়পক্ষের সংঘর্ষে মিরাজুল ইসলাম, রুবেল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
ময়না বেগম অভিযোগ করে বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য আমার পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছিল। এ সুযোগে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে শনিবার দুপুরে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। এসময় একটি বাছুরকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।’

 

 

 

 

এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুল জলিল মোল্লা বলেন, ‘প্রতিপক্ষের লোকজন নিজেরাই বাছুরটিকে হত্যা করে তার দায় আমার ওপর চাপানোর চেষ্টা করছে। এর সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নয়।’
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, মারধর মামলার বাদি ময়না বেগমের অভিযোগের ভিত্তিতে বাছুরটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের মাধ্যমে প্রাথমিকভাবে বাছুরটির মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে। না হলে সঠিক কারণ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

সানশাইন/সোহরাব

 


প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine