একজন মানুষ হিসেবে ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছি: বিশ্বনাথ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে আগের দিন সন্ধ্যায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর মাঠেই উৎসবের এক ফাঁকে ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত ফিলিস্তিনকেও স্মরণ করেন খেলোয়াড়রা। ‘সেভ প্যালেস্টাইন’ লেখা ফিলিস্তিনের পতাকা তুলে ধরে কিছু সময়ের জন্য আনন্দে মাতেন সবাই । এই উদ্যোগের অন্যতম কারিগর ছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। মানবিক দিক বিবেচনা করেই ফিলিস্তিনের পতাকা নিজেই উঁচিয়ে ধরে উৎসবে সামিল হন।
ফিলিস্তিনের পতাকা নিয়ে জয় উদযাপন প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ রাকিব হোসেন বলেছেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ বলেছে, গোল করতে ও জিততে পারলে ওদের (ফিলিস্তিন) আমরা সমর্থন দেবো। তাই ওই পতাকা নিয়ে উদযাপন করেছি।’
আর বিশ্বনাথ পেছনের গল্প বলেছেন, ‘আসলে ফিলিস্তিনে যেভাবে সবাই আক্রান্ত হচ্ছে। অন্যদের সঙ্গে শিশুরাও মারা যাচ্ছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানান জায়গায় দেখে মনটা কাঁদছিল। তখনই চিন্তা করেছিলাম, ম্যাচের পর তাদের জন্য কিছু একটা করবো। গ্যালারিতে তাদের পতাকা দেখেছিলাম। ম্যাচশেষে তাদের একজনের কাছ থেকে নিয়ে নিজেই তা তুলে ধরেছিলাম। আমার সঙ্গে সবাই সমান উৎসাতে সহমর্মিতা জানানোর চেষ্টা করেছে।’
এরপরই বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার বলেছেন, ‘আসলে এই জায়গায় একজন মানুষ হিসেবে সহমর্মিতা জানানোর চেষ্টা করেছি। এমন সমস্যা অন্য ধর্মের হলেও আমি তাই করতাম। এটা হয়তো ওদের জন্য কিছুই নয়। তবে আমাদের তো এর চেয়ে বেশি কিছু করা কঠিন।’


প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর