সর্বশেষ সংবাদ :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মনোনীত করা হয়। বাছাই কমিটি, রাজশাহী বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

 

 

 

 

 

 

এদিকে এ কে এম গালিভ খাঁন শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সহকর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২৪ তম ব্যাচের সদস্য এ কে এম গালিভ খাঁন ২০২২ সালের ১৩ জানুয়ারি জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবাবগঞ্জে যোগদান করে জেলার বিভিন্ন উন্নয়নএ অবদান রাখাসহ বিনোদন প্রেমী শিশু ও সর্বশ্রেণীর মানুষের জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কালেক্টরের শিশু পার্ককে নতুন আঙ্গিকে সাজিয়ে প্রশাংসায় ভাসছেন।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর