সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে এসডিজি স্থানীয়করণ বিষয়ক বিভাগীয় কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এসডিজি স্থানীয়করণ এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা নিশ্চিতকরণ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
প্রধান অতিথি বলেন, ‘আমাদের জনবল কাঠামোই ঘাটতি রয়েছে সত্য। এরপরেও আমাদের প্রত্যেককে নিজ নিজ স্থানে ভাল কাজ করতে হবে। প্রতিদিনই কাজের গতি বাড়াতে হবে। নিজেদের মধ্যে সমন্বয় অব্যাহত রাখতে পারলে অনেক সমস্যায় সমস্যা হবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) নার্গিস খানম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসময় অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসন শামীম আহমেদ, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আনোয়ারুল কবির।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ