বিশ্বকাপের শুরুতেই ইংল্যান্ডের বিরল রেকর্ড

স্পোর্টস ডেস্ক: শিরোপা ধরে রাখতেই এবার ভারত এসেছে ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুতেই তাদের প্রতিপক্ষ গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় বর্তমান চ্যাম্পিয়নরা। তাতেই সৃষ্টি হয়েছে এক রেকর্ডের।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের সব ব্যাটারই দুই অঙ্ক ছুঁয়েছেন। কেউই এক অঙ্কের রান করে সাজঘরে ফেরেননি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা এবারই প্রথম। ইনিংসের সূচনা করতে জনি বেয়ারস্টো ৩৩ ও দাভিদ মালান থামেন ১৪ রানে। তিনে নামা জো রুটের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৭ রান। এরপর হ্যারি ব্রুক ২৫, মঈন আলী ১১, জস বাটলার ৪৩, লিয়াম লিভিংস্টোন ২০, স্যাম কারান ১৪, ক্রিস ওকস ১১, আদিল রশিদ ১৫* ও মার্ক উড করেন অপরাজিত ১৩ রান। ১১ জন ব্যাটারের মধ্যেই কেউই ১০ এর নিচে রান করে আউট হননি। তাই বিশ্বকাপের শুরুতেই দেখা গেল বিরল এক রেকর্ড। যা এর আগে বাকি ৪ হাজার ৬৫৭ ওয়ানডে ম্যাচে ঘটেনি।


প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ