চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (৫ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র উপঅধিনায়ক মেজর আসরারুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম।

 

 

 

 

মুক্ত আলোচনা অংশ নেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ুন কবীর, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার, চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আারমান, মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চট্টপাধ্যায়সহ জেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।সভায় জানানো হয় জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩ | সময়: ৬:৫৪ অপরাহ্ণ | Daily Sunshine