সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

শিবগঞ্জ সংবাদদাতা:
‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (০২ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিল্প মন্ত্রণালয় ঢাকা’র সহযোগিতায় উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওসহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন।

 

 

 

 

 

 

সভাপতির বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু বলেছিলেন আমার দেশের মাটি আছে, মানুষ আছে এদেরকে নিয়ে বাংলাদেশ গড়বো, বঙ্গবন্ধুর যে, স্বপ্ন আছে সে স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সারাবিশ্বের একটি রোল মডেল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে এই দিবস আরো অগ্রণী ভুমিকা রাখবে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, প্রান্তিক পর্যায়ের সুবিধা ভোগীগণ অন্যরা।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine