অভিভাবকের জীবন বাঁচাতে শিশু শিক্ষার্থীরা দিলেন তাদের জমানো ১৩৬১০ হাজার টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকে জমানো ১৩ হাজার ৬১০ টাকা দেয়া হয়েছে ওই এক শিক্ষার্থীর অভিভাবককে। রবিবার বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের টাকা জমানোর মাটির ব্যাংকটি হস্তান্তর করা হয়। ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক পোল্লাডাঙ্গা গ্রামের আহসান হাবিবের স্ত্রীর হাতে মাটির ব্যাংকটি তুলে দেন বিদ্যালয়ের দু’ শিক্ষার্থী।

জমানোর টাকা –  প্রতিনিধি

 

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খাইরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন। পরে ব্যাংক ভেঙ্গে ১৩ হাজার ৬১০ টাকা পাওয়া যায়।

 

আহসান হাবিব প্রবাসে অসুস্থ হবার পর এখন বাড়িতে প্যারালাইজড হয়ে মানবেতর জীবন যাপন করছেন। উল্লেখ্য,শিক্ষার্থীদের টিফিন খরচ থেকে মাটির ব্যাংকে জমামো টাকা এ নিয়ে চতুর্থবার অসহায় মানুষকে দেয়া হলো।

 

সানশাইন / শামি


প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩ | সময়: ৬:৪০ অপরাহ্ণ | Daily Sunshine