শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য মুক্ত হয়েছে: আয়েন

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, দেশের কথা চিন্তা করেই আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষদের বিভিন্ন ভাতা দেন। যা আগে কোন সরকার দেয়নি। আজকে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন কিছু কুচক্রী মহল দেশ কে নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে আপনারা আসেন এসে দেখে যান আমার বড়গাছি ইউনিয়নের মাত্র একটি ওয়ার্ডের উঠান বৈঠকে কত লোক হয়েছে। তাই আমি সেইসব কুচক্রী মহলের উদ্দেশ্য বলতে চাই আপনারা যতই ষড়যন্ত্র করেন না দেশের মানুষ শেখ হাসিনা সরকারের পাশেই আছে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্য মুক্ত হয়েছে। পবার বড়গাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাজশাহীর পবায় বর্তমান সরকারের উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়গাছী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাদপুর দাখিল মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনামুল হক মইফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, বড়গাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসাইন সাগর, বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গাফ্ফার মন্ডল, সাধারণ সম্পাদক আজাহার আলী তালুকদার, বড়গাছী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো. জিয়াউর রহমান। বক্তব্য রাখেন বড়গাছী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি মনিরা বেগম, বড়গাছী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক রীতা খাতুন।


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ | সময়: ৫:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ