স্বপ্নের মতো লাগছে: সিরাজ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। টসে জিতে ব্যাটিং নিলো শ্রীলঙ্কা। নিশ্চয় বড় সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সব এলোমেলো হয়ে গেলো মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে। ভারতের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। বল হাতে দারুণ ভূমিকা রেখে সিরাজ নিজের অনুভূতি জানান। এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।
চতুর্থ ওভারে সিরাজ বোলিংয়ে এলে হতশ্রী হয়ে পড়ে লঙ্কানদের ব্যাটিং। প্রথম বলে পাথুম নিসাঙ্কাকে (২) তালুবন্দি করিয়েছেন। এক বল বিরতি দিয়ে পর পর তুলে নিয়েছেন সাদিরা সামারাবিক্রমা (০) ও চারিথ আসালাঙ্কার উইকেট (০)। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনাও জেগেছিল। সেটি হয়তো হয়নি। কিন্তু এক বল বিরতি দিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট (৪) তুলে নিয়ে শুরুতেই লঙ্কানদের খাদের কিনারে ঠেলে দিয়েছেন তিনি। তাতে ১২ রানে পড়ে পঞ্চম উইকেট।
এক ওভার বিরতি দিয়ে আবার বল করতে এসে অধিনায়ক দাশুন শানাকাকে বোল্ড করেছেন সিরাজ। তাতে একই স্কোরে পড়েছে লঙ্কানদের ষষ্ঠ উইকেট! ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় কিছুক্ষণ আগলে থাকার চেষ্টা করেছেন কুশল মেন্ডিস। তাতে ভেল্লালাগের সঙ্গে মিলে ২১ রান যোগ করেছেন। কিন্তু শক্ত ছিল না সেই প্রতিরোধ। ৩৩ রানে মেন্ডিসকে বোল্ড করে সেই প্রতিরোধটাও ভেঙে দিয়েছেন সিরাজ।
৭ ওভারে ২১ রান দিয়ে ছয় উইকেট নেন সিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেরা বোলিং ফিগারের ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৯০ সালে পাকিস্তানের ওয়াকার ইউনুস ২৬ রান খরচায় ৬ উইকেট নেন। এই কীর্তি গড়ার পথে দ্বিতীয় দ্রুততম ৫০ ওয়ানডে উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সিরাজ। ১০০২ বল লেগেছে তার। সিরাজের ওপরে কেবল অজন্তা মেন্ডিস, ৫০ উইকেট নেন ৮৪৭ বলে।
শ্রীলঙ্কার ইনিংস শেষে সিরাজ বলেছেন, ‘স্বপ্নের মতো লাগছে। শেষবার আমি থ্রিবান্দ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে একই কাজ করেছিলাম। শুরুতেই চার উইকেট নেই। কিন্তু পাঁচ উইকেট পাইনি। নিয়তিতে যা আছে সেটাই পাবেন। আজ খুব বেশি চেষ্টা করিনি। সাদা বলের ক্রিকেটে আমি সবসময় সুইং খুঁজি। আগের ম্যাচগুলোতে তেমন পাইনি। আজ সুইং হচ্ছিল এবং আউটসুইঙ্গারে উইকেট পেলাম। ব্যাটাররা ড্রাইভ খেলুক, চাচ্ছিলাম।’


প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩ | সময়: ৪:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ