মঙ্গলবার, ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের স্বাস্থ্য বিভাগ প্রেরিত তথ্য মতে, রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গত ১১ ডিসেম্বর হতে ১৪ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৭৯৬৭ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৪৯৯৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে ৬-১১ মাস বয়সী ৭৮৯৯ এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬১২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যা লক্ষ্যমাত্রায় শতভাগ।